Thursday, February 18, 2010
Home »
PC Software
» মশা নিয়ে ভাবনা, আর না আর না!!!
মশা নিয়ে ভাবনা, আর না আর না!!!
ঘর থেকে মশা তাড়াতে মাত্র ২৫২ কিলোবাইট এর anti-mosquito সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এ সফটওয়্যারটি পিসিকে মশা তাড়ানোর যন্ত্রে রুপান্তর করবে। তবে পিসিতে এই জন্য সাউন্ড বক্স থাকতে হবে। সফটওয়্যারটি সেটাপ করার দরকার হয় না। সরাসরি চালু করে সিস্টেম ট্রে তে দেখবেন দুটো মশা :)। ক্লিক করে OK করে সাউন্ড বক্স এর ভলিউম ফুল করে রাখুন তাহলে high-frequency উৎপন্ন হবে এবং মশা ঘর থেকে পালাবে।
0 comments:
Post a Comment